SEO Friendly URL Structure কি? এর সাথে পরিচিতি [লেকচার পর্ব ৪]

Share:
Image result for seo friendly url structure

আগের লেকচার পর্ব যারা দেখেন নি তারা দেখে নিতে পারেন।

এর আগে আমি আপনাদের On Page SEO এবং Of Page SEO নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি আপনারা অনেকটা ধারণা পেয়েছেন আর আমি মনে করি আপনারা বুঝেওছেন অনেকখানি তাই আজেকে আমি আপনাদের মধ্যে নিয়ে আসলাম কিভাবে আপনি SEO Friendly URL Structure করবেন সেই সম্পর্কে আমরা জানব আজকে।


SEO এর জন্য সব চেয়ে গুরুত্বপুর্ণ দিক হলো আপনার সাইটের জন্য domain name। আপনার সাইটের keyword এর সাথে মিল থাকে এমন একটা domain name পেলে সব চেয়ে ভালো হয়। আপনার domain name আর keyword যদি এক সেইম হয়ে যায় তাহলে সার্চ রেজাল্টে অনেক বেশি preference পাবেন।
আপনার পেজ এর লিঙ্ক যদি SEO Friendly হলে বেশি ভালো হয় । উদাহরণ হিসেবে আমি ২ টা লিঙ্ক দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি কিরকম লিঙ্ক SEO Friendly হয়ে থাকে।
নিচের Url গুলা একটু লক্ষ করুন।

www.terbobd.blogspot.com/category-page-seo
www.terbobd.blogspot.com/c?435

এখানে প্রথম লিঙ্ক টা হচ্ছে  SEO Friendly, কারন এই লিঙ্ক টা খেয়াল করলে আমরা অনেকটাই বুঝতে পারি যে এই লিঙ্ক এর ভেতরে কি থাকতে পারে ।
কিন্তু আমরা ২য় লিঙ্ক দেখলে তা অনুমান করতে পারি না।


এখন বর্তমানে SEO এর কিছু নিয়ম নিতি পাল্টেছে , আগে অনেক সময় দেখা যেত যে আপনার Keyword এর সাথে Exact match domain কে preference দিয়ে থাকত । এখন আসব লাগে না তেমন একটা লাগে না । আপনার ওয়েব সাইটে থাকতে হবে গুরুত্ত্ব পুর্ণ তথ্য আর নির্দিষ্ট ভিজিটর এর মাধ্যমেই আপনি চলে আসতে পারেন গুগল এর প্রথম পেজে। হয়ত কয়েক দিন সময় বেশি লাগতে পারে এই আরকি।

Keyword এর মাধ্যমে সার্চ করলে কিরকমের রেজাল্ট আসে তার একটা ডেমু দিচ্ছি নিচের ইমেজ টা লক্ষ করলে বুঝতে পারবেন ।


SEO এর আসলে কিছু ফান্ডামেন্টাল বিধি রয়েছে যা কখনই পরিবর্তন হবে না। সুতরাং আপনি যদি এই নিয়মগুলি অনুসরণ করেন তবে আপনি অবশ্যই সফল হবেন। আপনি এর জন্য গুগলের এসিও স্টার্টার গাইডটি পড়তে পারেন। আপনারা অনেকেই জানেন, তিন ধরণের এসইও রয়েছে।

1. Whitehat Seo, 2. Greyhat Seo, 3. Blackhat Seo । এর মধ্যে Whitehat Seo সার্চ ইঞ্জিনগুলি পছন্দ করে।Greyhat কৌশলটি আসলে কিছুWhite এবং কিছু  Blackhat কৌশলগুলির সংমিশ্রণ তবে বর্তমানে Seo এটি পছন্দ করে না এবং Blackhat Seo  সার্চইঞ্জিন কখনো পছন্দ করে না। সার্চ ইঞ্জিনটি আসলে Black hat technique দ্বারা প্রতারিত। সুতরাং যখন অনুসন্ধান ইঞ্জিন এটি বুঝতে পারে, কেবল তখনই যখন তারা সেই ওয়েবসাইটটির জন্য পেনাল্টি এর বেবস্থা করে। আপনি যদি নিজের সাইটটিকে আরও ভাল সাইট বানাতে চান তবে অবশ্যই আপনার অবশ্যই Black Hat SEO এড়ানো উচিত। 
তাহলে আজকে এই পর্যন্ত ,আর আরেকটি কথা SEO  এর জন্য HTML এর দরকার মনে করি না , তবে জানা থাকলে আলাদা বেনিফিট পাবেন অবশ্যই।



Post a Comment

No comments