SEO Search Engine কি? [লেকচার পর্ব ১]

Share:

Image result for seoআজ থেকে SEO নিয়ে কয়েকটি লেকচার পর্ব নিয়ে আসব , আমি চেষ্টা করব আসলে SEO কি? আর আপনারা যারা SEO নিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং(Freelancing)  করতে চান তারা এক এক করে বাকি সব পর্ব দেখে নিবেন। তো আজকে প্রথম পর্ব নিয়ে শুরু করলাম আশা করি বাকি সব গুলা পর্ব নিয়ে হাজির হব । আর আমি মনে করি এই আমার দেওয়া টিউটেরিয়াল দেখে যে কেউ নিজের পার্সনার ওয়েব সাইট নিজে থেকে SEO করতে পারবেন। তাহলে প্রথমে আমরা জানব SEO কি?

SEO কি? (What is SEO?)

সহজ কথায় বলতে গেলে আপনার ব্লগ বা ওয়েব সাইট যখন সার্চ ইঞ্জিন এর সাথে যে লেন দেন হয় তা হলো SEO। অর্থাৎ সহজ ভাবে বললে ধরেন আপনি একটা কিছু খুজছেন গুগলে যেমন আপনি লিখলেন (SEO কি) তাহলে গুগল আপনাকে কয়েক টা রেজাল্ট যেখাবে যেখানে গেলে আমরা SEO কি তা জানতে পারি । এভাবে গুগল ১ পেজে ১০ টি রেজাল্ট দেখায় , এখন আপনার মনেজাগতে পারে যে কেন এই ১০ টা ওয়েব সাইট প্রথম পেজে দেখাবে আর বাকি পেজ এর প্রব্লেম কি  আর বাকি ওয়েব সাইট কেন প্রথম পেইজে আসবে না । এইটা কি গুগলের কোন চালাকি!! আসলে এমন কিছুই না ... সবি হলো SEO এর কারসাজি । আর এই SEO এর মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইট কে প্রথম পেজে নিয়ে আসতে পারবেন।

সার্চ ইঞ্জিন কি ? (  What is Search Engine )

সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক মেশিন যা আপনার খুজতে যাওয়া যে কোন তথ্য মুহুর্তের মধ্যে খুজে নিয়ে আপনার সামনে নিয়ে হাজির হয়ে যাবে ।
নিচে আপনাদের কিছু পরিচিত সার্চ ইঞ্জিন এর নাম উল্লেখ করলাম ।
  1. www.google.com 
  2. www.yahoo.com
  3. www.bing.com
  4. www.ask.com
এছাড়া আরো অনেক সার্চ ইঞ্জিন আছে ।

 SEO এর প্রকারভেদ ? (Types of SEO?)

SEO কে ২ ভাগে ভাগ করা হয় ।

  1. On page SEO
  2. Off page SEO

সার্চ কিভাবে কাজ করে (How Search Works)

Image result for How Search Works
  • Crawler : এর কাজ প্রধানত বিভিন্ন সাইট থেক Information Collect করে (spider, robot/bot ) এর মাধ্যমে। সাধারণত Search Engine or SEO হলো বিভিন্ন সাইট এর লিংক Follow করে এবং সেই সাইট থেকে তথ্য সার্চ ইঞ্জিন তুলে ধরে ।
  • Algorithm : এখানে search engine প্রাপ্ত information গুলো বিশ্লেষণ করে, বিভিন্ন page এর content এর relevancy quality অনুযায়ী ranking প্রদান করে। SEO এর Algorithm অনেক factor এর উপর নির্ভর করে।

SEO এর ব্যবহার (Use of SEO)

আচ্ছা মনে করেন আপনার একটা ফুটবল এর ওয়েব সাইট আছে , আর আপনি চাচ্ছেন যখন কেউ ফুটবল লিখে সার্চ করবে তখন আপনার সাইটের লিংক টা সবার অপরে দেখায় আর সেটা করতে হলে আপনাকে আপনার সাইট কে SEO করতে হবে । SEO সাধারণত কোন Popular search term বা Keyword ব্যবহার করা হয়ে থাকে । আর সঠিক কি ওয়ার্ড এর মাধ্যমে আপনি ভালো একটা রেংক করে নিতে পারেন । তবে কিওয়ার্ড আর কোম্পানি এর নাম এর সাথে যেভাবে মিল থাকে সেই জন্য উপযুক্ত কিওয়ার্ড বাছাই করে নিতে হবে ।
সব চেয়ে ভালো হয় SEO করার আগে ভালো আইডি বা প্লান করে নেওয়া ।
আপনি একটি নতুন সাইট খুললেন, যে বিষয়ে আগে থেকেই লাখ লাখ প্রতিযোগী আছে, আর অন্য একজন একটা সাইট বানাল যে বিষয়ে হয়ত ১০০০টা সাইট আছে, এখন আপনিই বলুন কোথায় প্রতিযোগীতা করা সহজ হবে লাখের ভেতরে না হাজার এর ভিতরে?

এই কারণে সাইট এর সঠিক seo planning এর জন্য সঠিক keyword নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। keyword selection ঠিক না হলে আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন না। কারণ কোন মানুষ যখন Search engine কোন কিছু খোজে তখন এই search term গুলো ব্যবহার করে। কাজেই আপনি যদি না জানেন যে মানুষ কি খুজছে, তাহলে আপনি কিভাবে তাদের প্রয়োজন পূরণ করবেন।


Post a Comment

No comments